![]() |
Image source |
অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।
এদিকে, সোমবার (৩০ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী।
Another woman. Her story. Her life. And me. #Mohmaya
— Swastika Mukherjee (@swastika24) November 30, 2020
My next with @hoichoitv
Ar kichu hok na hok, ami more gele tomra jomiye amar retrospective ta kore dio @iammony Variety Galore! onyo karur etota hobena mone hoy 😊😊 pic.twitter.com/ySHkTNXslh
তিনি লেখেন, আরো এক নারী, তার কাহিনি, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া।
পাশাপাশি এসভিএফ-এর কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়ে স্বস্তিকা লেখেন, আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেকটিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারো এতটা হবে না মনে হয়।
সুত্র : দেশেবিদেশে
0 মন্তব্য