![]() |
Image source |
মাঝেরহাট ব্রিজ৷ রেলওয়ে সেফটি কমিশন ছাড়পত্র দিতেই রাজ্য সরকার উদ্বোধনের তারিখ জানিয়ে দিল৷ আগামী ৩-রা ডিসেম্বর ওই ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্ন সূত্রে এমন খবর,আগামী বৃহস্পতিবার বিকেল চারটেয় মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে৷ এমনকি ওই দিন থেকেই চালু হতে পারে যান চলাচল৷ ফলে কলকাতার সঙ্গে ফের দক্ষিণ চব্বিশ পরগণার যোগাযোগ সহজ হবে৷
গত শুক্রবার রেলওয়ে সেফটি কমিশন মাঝেরহাট ব্রিজের ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে রাজ্যকে৷ তারফলে ব্রিজ খুলতে আর কোনও বাঁধাই থাকল না৷ এর আগে ব্রিজ উদ্বোধনের বিলম্বের জন্য রাজ্য দায়ী করেছিলেন রেলকে৷ যদিও পাল্টা অভিযোগ করেছিল রেল৷
অন্যদিকে দু’দিন আগে বাম-কংগ্রেস শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধ এর দিন কলকাতার রাস্তায় নেমেছিল বিজেপিও৷ গেরুয়া শিবিরের অবশ্য দাবি ছিল, মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালু করতে হবে৷ বিজেপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের প্রবল ধস্তাধস্তি হয় বলে অভিযোগ৷
ওই দিনের মিছিলে একদম সামনেই ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। মূলত তাঁর নেতৃত্বেই বিশাল এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তারাতলা মোড় থেকে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল ওই মিছিলের।কিন্তু তারাতলা থেকে মিছিল কিছুটা এগোতেই মাঝপথে তা আটকে দেয় পুলিশবাহিনী।
সুত্র : কলকাতা২৪x৭
0 মন্তব্য