![]() |
Image source |
এক মাস ধরে কোভিডের সঙ্গে লড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন। বুধবার ভোর রাতে মারা গেলেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। দীর্ঘদিন তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সচিব ছিলেন। মৃত্যুকালে রাজ্যসভার এই সাংসদের বয়স হয়েছিল ৭১।
এদিন সকালে ছেলে ফয়জল প্যাটেল টুইটারে বাবার মৃত্যুর সংবাদ দেন। জানিয়েছেন, এক মাস আগে কোভিড ধরা পড়ে। ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হয়। বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র বিকল হয়ে যায়। সেই সঙ্গে আবেদন করেন, সামাজিক দূরত্ব এবং কোভিড বিধি বজায় রেখে যেন কোনও জনসমাগম না করা হয়।
শোক প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। তিনি জানালেন, আহমেদ ছিল তাঁর ‘অপরিবর্তনীয় কমরেড, সহকর্মী এবং বন্ধু। আমি এক জন সহকর্মীকে হারিয়েছি,যিনি গোটা জীবনই কংগ্রেসকে দিয়েছেন।’ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও। টুইটারে লিখেছেন, ‘কংগ্রেসকে মজবুত করার জন্য তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’
আরও পড়ুন : কলকাতায় পৌঁছল এক হাজার ‘কো-ভ্যাকসিন’ টিকা
সুত্র : আজকাল
0 মন্তব্য