![]() |
Image source |
কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার পর এবার বলিউড–মাদক যোগ মামলায় তিনিও গ্রেপ্তার হবেন। এভাবেই ট্রোল করা হয়েছিল কপিল শর্মাকে। তা দেখে ট্রোলারকে কড়া জবাব দেন কপিল।
যদিও পরে তিনি টুইটটি ডিলিট করে দেন। ভানু প্রতাপ সিং, রাষ্ট্রবাদী নামে এক নেটিজেন ট্রোলিং–এ কপিলকে লিখেছেন, যতদিন ধরা পড়েননি ভারতী, ততদিন তিনি মাদক নিতেন না। ওই অবস্থাও কপিলেরও হবে যতদিন তিনি ধরা না পড়েন। জবাবে কপিল লেখেন, আগে নিজের মাপের শার্ট তৈরি যেন করে নেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কপিলের সহকর্মী ভারতী এবং হর্ষের কাছে মাদক পাওয়া গেলে পর এনসিবি তাঁদের দুজনকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছিল।
তাঁদের এনডিপিএস আইনের ২০(বি)(২)(এ) ধারা (অল্প পরিমাণ মাদক যোগ), ৮(সি) ধারা (মাদক রাখা) এবং ২৭ নম্বর ধারায় (মাদক গ্রহণ) গ্রেপ্তার করা হয়েছিল। একথা জানিয়েছিলেন এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। পরে সোমবার অবশ্য তাঁরা দুজনেই জামিন পান।
সুত্র : আজকাল
0 মন্তব্য