![]() |
Image source - aajkaal |
বেশ কিছুদিন ধরেই শরীর ভাল ছিল না তাঁর। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় তাঁর। স্কটল্যান্ডের এই অভিনেতা ‘জেমস বন্ড’–এর মতো জনপ্রিয় স্পাই থ্রিলারের মোট সাতটি ছবিতে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিলেন দর্শকমন।
‘দ্য আনটাচেবলস্’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও দু’টি বিএফটিএ, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের অধিকারী তিনি। তাঁর ফিল্মোগ্রাফির মধ্যে ‘ইন্ডিয়ানা জোনস্’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘দ্য লাস্ট ক্রুসেড’–এর মতো ছবির নাম রয়েছে।
ছবির জগতে তাঁর অবদানের জন্য ২০০০ সালে হোলিরুড প্যালেসের মহারানির কাছ থেকে ‘নাইট’ উপাধি পেয়েছিলেন স্যর শন কনারি। শোকাহত গোটা বিশ্বের চলচ্চিত্র জগত। একাধিক তারকা টুইট করে প্রথম জেমস বন্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ
সুত্র : আজকাল
0 মন্তব্য